Skip to content

রঙিন বসন্ত

উদাসী মন ছিল একাকী
হঠাৎ বসন্তের কোকিল হয়ে নিভৃতে
হৃদয়ের আসনে সুরের ঝংকারে
তোমার পদচারণায় হৃদয় তৃপ্ত।
বসন্তের পবনে আজ হৃদয় দোলে
তোমারই আগমনে শুষ্ক অন্তর
ভালবাসার অজানা কথা বলে
মনের আকাশে সাজে রংধনু।
নতুন পুষ্প পরিস্ফুটিত হয় হৃদয় কাননে
সুবাসিত হয় ভালবাসা,
তোমাকে পাওয়ার আনন্দে
বসন্তের বাসন্তি সাজে সেজেছে মন।
আমার হৃদয়ে আজ রঙিন বসন্ত
সমস্ত ধোঁয়াশা কেটে নতুন সূর্যের উদয়
এমন রঙিন বসন্ত যেন কভু না হারায়
বসন্তের কোকিলটি যেন এমনি গান গায়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ