Skip to content

৯ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘিনীদের ক্রিকেট জয়

ফারজানা পিংকির লড়াকু ব্যাটিং
ফাহিমার আগুনে বোলিং ধাঁচে
পাক বাহিনী হলো যে কুপোকাত
লাল সবুজ বাঘিনীদের কাছে,

 

হ্যামিলটনের সেডন পার্কে আজ
ইতিহাস গড়ল নারী ক্রিকেট দল
শামিমা শারমিনের উদ্বোধনী জুটি
ঐতিহাসিক জয় ঘরে তুলে নিল,

 

নয় রানের ঘাম ঝড়ানো জয়ে 
প্রথম জয় পেল আমাদের দল
নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম
জ্যোতিরা জয় ছিনিয়ে আনল।

 

পাকবধের আনন্দময় শুভলগণে 
স্বাধীনতার মাসে  মোহনীয়  বিজয় 
সাক্ষী হ্যামিলটন ও ক্রিকেট বিশ্ব
 দেখল সবে বাঘিনীদের ক্রিকেট জয়।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ