বন্ধু তোমায় আহমাদ কাউসার প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৭ পিএম বন্ধু তোমায় নিয়ে যাব আমার ছোট গাঁয়ে, শঙ্খ নদে পাল উড়িয়ে চড়বো দু'জন নায়ে। দুপুর বেলায় ঘুরবো আমরা জারুল বনে দু'জন, কানে তোমার আসবে ভেসে শত পাখির কূজন। হাঁটুজলে নামবো আমরা শাপলা-ফোঁটা বিলে, পানকৌড়িটি খেলা করে, দেখবো দুজন মিলে। Share