Skip to content

২২শে ফেব্রুয়ারী, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৯ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ

কাঠবিড়ালি 

কাঠবিড়ালি কাঠবিড়ালি 
শোন আমার বায়না
গাছের ডালে বসে কেন?
নিচে নেমে আয়না।

 

ঘুরবো আমি তোকে নিয়ে
খাব ভাই এক সাথে
দুধ, কলা, ভাত খাইয়ে দিব
আমার নিজের হাতে

 

খাওয়া শেষে দু'জন মিলে
করবো একটু গল্প
মাঝে মাঝে হেসো একটু
যদি পার অল্প।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ