তুমি আছ প্রাণে প্রাণে
তুমি আছ প্রাণে প্রাণেজয়বাংলার গানে গানে,সবুজ-শ্যামল দেশের মাটিতোমায় শুধু কাছে টানে। কৃষক শ্রমিক মজুর চাষাসবাই তোমার ভালোবাসা,তোমার জন্য পূর্ণ হলস্বাধীনতা পাওয়ার আশা। নিজের জীবন তুচ্ছ করেসুখ দিয়েছো সবার ঘরেবঙ্গবন্ধু শেখ মুজিবুরথাকবে বেঁচে জনমভরে। অনন্যা/এসএএস