শরৎ মেয়ের সাজ
ডাকছে খুকি ছুটছে ওইচম্পা বিলের ধারে,শাপলা নাকি ফুটে আছেরতন বলেছে তারে।বিনা,ঝর্ণা,মাধবী,শিউলিশুনে ছুটে আসে,তালের কোন্দা বেয়ে তারাজলের বুকে ভাসে।নীল সাদা আকাশ যেনশরৎ মেয়ের সাজ,শাপলা ভরা চম্পা বিলেকরছে একাই রাজ।
ডাকছে খুকি ছুটছে ওইচম্পা বিলের ধারে,শাপলা নাকি ফুটে আছেরতন বলেছে তারে।বিনা,ঝর্ণা,মাধবী,শিউলিশুনে ছুটে আসে,তালের কোন্দা বেয়ে তারাজলের বুকে ভাসে।নীল সাদা আকাশ যেনশরৎ মেয়ের সাজ,শাপলা ভরা চম্পা বিলেকরছে একাই রাজ।
দুই চোখ ভরে দেখি এখননব দিনের স্বপ্নমলিন জীর্ণ থাকবে নাকোহৃদয় হবে প্রসন্ন।কলুষিত এ ধরার মাঝেইনতুনের গান গাইবো,কলঙ্কের দাগ মুছে দিয়েনতুন পৃথিবী গড়বো।নতুন ইচ্ছে দু’চোখ জুড়েসুখের ডানাই উড়বে,আগামী দিনের তরুণ রবিরঙিন সুখেই ভরবে।
বছর ঘুরে শরৎরানী এলো আবার দেশেনীল আকাশে শুভ্র মেঘ যাচ্ছে দেখ ভেসে,বিলের স্বচ্ছ পানিতে ঐ শাপলা ফুল হাসেশরৎরানী স্নিগ্ধ পরশ বুলিয়ে দেয় দূর্বাঘাসে।কাশফুলের ছায়া পরে নদীর নীল জলেশিউলি পদ্ম হিমঝুরি ফোটে গ্রাম অঞ্চলে,শরৎকালে প্রকৃতি...
শহর-গ্রাম জলের তলেসবই নিঃশেষ,অসময়ের বানের জলেভেসে যাচ্ছে দেশ।চিন্তার ভাঁজ চোখে মুখেখারাপ দিন দিন,কষ্টগুলো বুকের মাঝেকরছে চিনচিন।অসহায় মানুষজনেরঅভুক্ত দিন কাটে,থই থই করে চারিপাশফসল নাই মাঠে।
কাজল কালো বিলের জলেশাপলা ফুল ফোঁটে,মনের সুখে হাঁসের দলবেজায় জোরে ছোটে।কি অপরুপ রুপের ছটাশাপলা ভরা বিলে,দল বেঁধে শাপলা তোলেকিশোর মেয়েছেলে।বর্ষাকালে শোভা বাড়ায়বিল ভরা শাপলা,মুগ্ধ হয়ে উদাস মনহয়ে যায় উতলা।
শরতের সাদা মেঘ ভাসেদূর আকাশ জুড়ে,শুভ্র হয় ধরার বুকনিজ আলোর নীড়ে।নদীর তীরে কাশের মেলাবাতাসে দোল খায়,সকাল বেলা শরৎ আসেশিশির ভেজা পায়।কাজল কালো দিঘীর জলেহাঁসের মাতামাতি,পূর্ণিমার চাঁদের আলোছড়ায় সারারাতি।