রমণীর ক্লেশ
বীর বলবান সৈনিক হয়েও আমি
নারীর কাছে আকাশ সমান ঋণী
তোমার আকুতির দীর্ঘ যন্ত্রণার অন্তিমে
আমার দেহ তোমার যৌন দ্বার হতে ভূমিতে নামে।
ছিলনা জ্ঞান , ছিলনা হুঁশ
বুঝিনি কে নারী কেবা পুরুষ ,
মানুষ জনমে নারীর শ্রেষ্ঠ অবদান
বেঁচে আছি যাঁর দ্বারা সেই অমৃত মাতৃদুগ্ধ পান ।
পদাক্রমে ধাপেধাপে
সময় তার নিজস্ব গতি বোঝে গুরুত্বের মাপে ,
মায়ের কোলে স্নিগ্ধ আঁচলের দোলনায়
নারীর সাথে এ জীবনের হয় প্রথম পরিচয় ,
স্নেহের তারে মায়ার গান শুনেই
জীবনের গল্পে সংকল্প লিখেছি তাই ।
স্বপ্নের সূচনায় দেখেছিলাম
এমনই কোন নারীর হাসি ,
শত সৃষ্টির জাল বোনা জন্ম লয়
সেখানে হয় ভালোবাসা বাসি ।
জীবনের শুরু থেকে শেষ নারী তুমি পেয়েছ শুধুই ক্লেশ
ভোগের বদলে দিয়েছ অনন্ত ত্যাগ
বিধাতার চরম লেখনীতে এই তোমার প্রাপ্তি
আমি শুধু দেখে যাই ,
কেটে যায় জীবন হয়ে যায় সমাপ্তি ।