বাংলাদেশ
লাখ শহীদের রক্তে কেনা মোদের স্বাধীনতা,
মন চাহে তাই লিখতে শত গল্প-কাব্য কথা।
মোদের আছে ইতিহাস এক গর্ব করার মত,
যে ইতিহাস গড়তে মানব মরলো লক্ষ শত।
মোদের আছে সোনালী দেশ ধনধান্যে ভরা,
লাল সবুজের রূপে যেথা সবে পাগলপারা।
ছেলেহারা হাজার মায়ের আছে নানান স্মৃতি,
বিজয়োল্লাস দেয় ভুলিয়ে সর্ব দুখের স্মৃতি!
স্বাধীনতার রক্তিম সূর্য আনলো যারা ছিনে,
বুক চিতিয়ে করলো লড়াই যারা রাত্রিদিনে-
তাদের তরে আমার লিখা বিজয়ের এ সুর
ধরার বুকে হোক উদিত রক্তিম রাঙা ভোর।
যাক ছাড়িয়ে বিশ্ববুকে বিজয়ের এই বাণী,
কবির ভাষায় হোক রচিত অমর কাব্যখানি।
বিজয়ের এই লাল পতাকা উড়বে যতদিন,
স্বাধীনতার রঙ্গিন সুরুজ থাকবে অমলিন।
আমার আছে গৌরবমাখা বিজয়ের এ দিন,
পুষ্পকানন হাজার ফুলে হয় যবে রঙ্গিন।
ডিসেম্বরের সেদিনেতেই জন্মিলো এ দেশ,
পেলাম মোরা বাঙালীত্ব, পেলাম স্বাধীন দেশ।