ঈদের খুশি
শাওয়াল মাসের বাঁকা চাঁদে
হাসে মিষ্টি করে,
বছর ঘুরে ঈদের খুশি
আসে সবার ঘরে।
রঙবেরঙের নতুন জামা
সবাই গায়ে পরে,
মজার স্বাদের খাবার খেয়ে
আনন্দে মন ভরে।
ধনী যারা যাকাত তারা
দেয় যে হিসাব করে,
সাম্যবাদের সমাজজীবন
বিশ্বে উঠে গড়ে।
ঈদগাহে লোক ঈদের নামাজ
এক কাতারে পড়ে,
নামাজ শেষে ধনী-গরীব
কোলাকুলি করে।