Skip to content

১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশ নায়ক

পরাধীনতার ওই নগ্ন দাবানলে,
আজও ওরা মুক্তি চায়!
কত উড়ন্ত চুল্লি আজও নিভো নিভো,
ছেঁড়া রুটির অত‍্যাচারের আঘাতের চিৎকার।

 

পরাধীনতা চাই না গো জনগণ,
শুধু দেশের জন‍্যে এক ফোঁটা রক্ত চায়।
আমি সুভাষ বলছি
আর কতদিন সইবে ওই অত‍্যাচার?

 

জাগো তেত্রিশ কোটি দরিদ্র জনগণ।
উনিশ শতকের ইতিহাস গেছে পেরিয়ে,
কবি গুরু বলে গেছে দেশ নায়ক নেতাজী সুভাষকে।
পরাধীনতার শত যন্ত্রণার ইতিহাস
সুভাষ এখনো কি তোমায় কুরে কুরে খায়?

 

স্বাধীনতা তুমি দেখে যেতে পারোনি
তবুও তুমি জানতে স্বাধীনতার  মিষ্টি স্বাদ।
এখনো রণাঙ্গন গর্জে ওঠে
আসছে নেতাজী সুভাষ!
কোথায় চলে গেলে দেখো কুয়াশার অন্ধকার
পেরিয়ে গেছে সাতাত্তোর বছরের সেই ইতিহাস।

 

আজ স্বাধীনতা মানে কি বলবে আমায়?
নেতাজীর স্বপ্নে গড়া কি সেই  ইতিহাস?
না সেই রাজত্বের অন্ধ অপশাসনে
অভুক্তের উড়ন্ত চুল্লির নিভো নিভো অত‍্যাচারের চিৎকার!
স্বাধীনতা মানে কি আজ?
না সেই খ্রিস্টীয় শতাব্দীর অন্ধ কারাগারে
সত‍্য গ‍্যালিলিওর কন্ঠ রোদ কাঁটাতার!

 

শক্ত শেলের ওই সেলুলার মুক্তি চায়,
কত অত‍্যাচারের ওই রক্তে রাঙা ইতিহাস
বলছে লাল চিহ্ন গুলো আমায় মুক্তি দাও!
মুক্ত করো ওই বদ্ধ দুয়ার
সেদিন শুনেছিল নেতাজী সে চিৎকার।
দেশের জন‍্যে তুমি আজও প্রেরণার উৎস্বর্গের জোয়ার,
স্বাধীনতার অগ্রদূত দেশ নায়ক নেতাজী সুভাষ।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ