রাষ্ট্রীয় ঈশ্বরের পীঠস্থান
রক্তাল্পতায় ভুগতে ভুগতে শিকড় থেকে স্বপ্ন পুড়ে ছাই
ওপরে ক্ষমতাবান, যেদিকে পারে লুফে নিচ্ছে, লুঠে নিচ্ছে মাটি
রাষ্ট্রীয় কোষাগারে আজকাল রক্তও তৈরি হয়
তবে রাষ্ট্র আর কিছুই নয়
ধনপতিদের তৈরি একটি পারমাণবিক পীঠস্থান।
যে কোনও মুহূর্তে, যে কোনও সময় লেগে যেতে পারে ঘোরতর যুদ্ধ
শিকড় পোড়া গাছ, উচ্ছেদ হতে হতে গড়ে ওঠে আকাশচুম্বী অট্টালিকা
ভেতরে দিবারাত্র অস্ত্র কেনাবেচার, গোলটেবিল বৈঠক হয়
এতো অস্ত্র কি কাজে লাগে,খায় না মাথায় দেয়!
নরমেধ যজ্ঞে ক্ষীণপ্রাণাদের পুড়িয়ে মহাশক্তির উত্থান
শিকড়চ্যূত উদ্বাস্তুদের যে যেদিকে পারে, যাতে শানিয়ে দিতে পারে
রসেবশে নাচে গায় রাষ্ট্রীয় ঈশ্বর।