চন্দ্রাতপ

অন্ধকার শিকেয় তুলে আলোর শো-কেসে
দেদার সেজে উঠেছে মাংস বিতান
রঙিন মোড়কে স্টিকার, চললো বিকিনি
চোখ জুড়োলো, মন জুড়োলো
সেদ্ধ হলো, হাড় গলে গেলো
চিবিয়ে চুষে, খাওয়া হলো বেশ
আনন্দঘন পরিবেশে
দিনের শেষে জানা গেলো, সে মাংস ছিলো আসলে মানুষের
রাজীব চৌধুরী প্রকাশ: ১১ জানুয়ারী ২০২২, ০৪:০৫ পিএম
অন্ধকার শিকেয় তুলে আলোর শো-কেসে
দেদার সেজে উঠেছে মাংস বিতান
রঙিন মোড়কে স্টিকার, চললো বিকিনি
চোখ জুড়োলো, মন জুড়োলো
সেদ্ধ হলো, হাড় গলে গেলো
চিবিয়ে চুষে, খাওয়া হলো বেশ
আনন্দঘন পরিবেশে
দিনের শেষে জানা গেলো, সে মাংস ছিলো আসলে মানুষের