Skip to content

২৫শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | রবিবার | ১০ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

খুকুর বিড়াল

খুকুর বিড়াল

খুকুর বিড়াল মিনি
মাছ খাবে না দুধ খাবে না
খায় শুধু সে চিনি।

বন্ধু হলো ইঁদুর
দুজন মিলে খেতে বসে
হাঁড়ি ভরা গুড়।

খুকু ডাকে মিনি
ইঁদুর ভায়া চেঁচিয়ে বলে
খায় না গুড় চিনি।

খুকু ধরে কান
বিড়াল রাগে গাল ফুলিয়ে
করে অভিমান।