খুকুর বিড়াল আকলিমা আঁখি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০২:০৪ পিএম খুকুর বিড়াল খুকুর বিড়াল মিনিমাছ খাবে না দুধ খাবে নাখায় শুধু সে চিনি। বন্ধু হলো ইঁদুরদুজন মিলে খেতে বসেহাঁড়ি ভরা গুড়। খুকু ডাকে মিনিইঁদুর ভায়া চেঁচিয়ে বলেখায় না গুড় চিনি। খুকু ধরে কানবিড়াল রাগে গাল ফুলিয়েকরে অভিমান। Share