বিশ্বব্রহ্মাণ্ড

Andromeda Galaxy imaged from 12,500 feet in California's White Mountains
কে বানালো এই ব্রহ্মাণ্ড
আকাশভরা তারা,
কে বানালো ওই ছায়াপথ
করতে দিশেহারা!
কে বানালো ওই গ্যালাক্সি
কোটি কোটি গ্রহ,
কে দিল হায় এই হৃদয়ে
প্রেম বিরহ দ্রোহ!
কে ঝারালো বৃষ্টির পানি
দিল প্রাণের নিশ্বাস;
কে দিল এই সজীবতা
সুফসলের বিশ্বাস!
কে বানালো ধুম্র পাহাড়
খুঁটিবিহীন আকাশ;
স্নিগ্ধ নদী, মহাসাগর
প্রকৃতির এই বাতাস!
কে ঘটালো প্রাণের মরণ
দেখো অঙ্ক কষে;
তিনি হলেন জগৎত্রাতা
থাকে শূন্যে বসে!