ভাষার মাস
ভাষার মাস বাংলা মোদের দাবি কছিু জানাই
বাংলা ভাষার ব্যবহারে সঠিক র্মযাদা চাই
ইংরেজিতে বুলি দিলে বড় চাকরি পাই
বাংলা ভাষার এত অবহেলা কেন বলো ভাই ?
উচ্চ শিক্ষা ইংরেজিতে পাঠ্যপুস্তক আছে মেতে
বাংলা ভাষার সম্মান আমি কোথায় খুঁজে পাই?
অফিস- আদালত সর্বত্রে সন্ধান করে যাই
বাংলা ভাষার ব্যবহারটা শুধু মুখে মুখে পাই।
রক্ত দিয়ে বাংলা চাওয়া, রক্ত মেখে বাংলা পাওয়া
রক্তে আগুন জ্বলে যায়,
যদি বাংলা ভাষার অসম্মান একটুখানি দেখতে পাই ।