চোখ জুড়ে যায়
হায়রে আমার সোনার বাংলা
রেখেছ মোহমায়ায়
তোমার উদোম শরীরে সৌন্দর্যের লুকোচুরি
হয় না শেষ দেখা দিন যায় রাত পোহায়।
ঘর থেকে বেরোলে
দু'চোখ যতদূর যায়
সবুজে সবুজের ঢেউ
চোখ জুড়ে যায়।
সকালের সুবাতাস
লাগে গায়।
সারি সারি গাছ পথের ধারে
কি যে শোভা পায়!
তোমার আকাশে ওড়ে রং বেরঙের পাখি
কথা কয় মধুর ডাকে।
কত প্রাণী হাঁটে,দৌড়ায় তোমার বুকে
প্রতিশ্রুতির পথ রাঙিয়ে সুখে দুঃখে
স্বপ্ন জাগে জানার তোমাকে
ভোরের আলো ছুঁয়ে যায় চোখে।
সোনার বাংলায় ভরা সম্পদ
করো না গো নষ্ট
ভালোবাসা মায়া দিয়ে যাও সতত
পৃথিবীর বুকে হবে একদিন শ্রেষ্ঠ।
পদ্মা সেতু, উড়াল সেতু ঝকঝকে শহর
কুড়িয়েছে পৃথিবীতে সুনাম
অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন উজ্জ্বল
চাইনা আর হোক দুর্নাম।