Skip to content

২৪শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আমার গাঁও

আমার গাঁয়ে আছে ভাইরে
ছোট একটা নদী
জল নিয়ে এঁকেবেকে
চলছে নিরবধি।

পুব আকাশে সকাল বেলায়
উঠে সোনার রবি
দেখতে লাগে যেন একটা
শিল্পীর আঁকা ছবি।

গাছে গাছে পাখি ডাকে
শুনতে লাগে মিষ্টি
গাঁওটা আমার অপরূপা
অন্যরকম সৃষ্টি।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ