আমার গাঁও আহমাদ কাউসার প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১০:২৬ এএম · ২৫ নভেম্বর ২০২১, ১০:২৬ এএম আমার গাঁয়ে আছে ভাইরে ছোট একটা নদী জল নিয়ে এঁকেবেকে চলছে নিরবধি। পুব আকাশে সকাল বেলায় উঠে সোনার রবি দেখতে লাগে যেন একটা শিল্পীর আঁকা ছবি। গাছে গাছে পাখি ডাকে শুনতে লাগে মিষ্টি গাঁওটা আমার অপরূপা অন্যরকম সৃষ্টি। Share