মন ও পোড়া ভাতের গন্ধ
রসুইঘরে ভাত পোড়া গন্ধ তুমি সহ্য করতে পারো না
সে আমি জানি; পোড়া ভাতের গন্ধে বমি বমি ভাব হয়
অস্বস্তিকর সেই গন্ধে তোমার দম বন্ধ হয়ে আসে
তোমার প্রিয়তর ফুলের মালাও একদিন বাসী হয়;
মাটির সংস্পর্শে আসলে পচন ধরে পাপড়িতে
প্রিয়তম ঘ্রাণও তখন তোমার কাছে বিদঘুটে লাগে
তখন তুমি নাকে রুমাল চেপে হেঁটে যাও অন্যপথ!
কিন্তু আমার পোড়ামনের গন্ধে তোমার দম বন্ধ হয় না
বরং তুমি বিজয়ীর মত মেতে উঠো উল্লাসে; উচ্ছ্বাসে!
তুমিই বিজয়ী, প্রিয়তমা।