বাংলাদেশের পাখি
ঘুম ভেঙে যায় সকাল বেলায়
শুনে পাখির ডাক
গাছে গাছে উড়ে বেড়ায়
নানান পাখির ঝাঁক।
মধুর কণ্ঠে অনেক পাখি
শোনায় মধুর গান
গানের মোহে উতালা মন
ফিরে পায় রোজ প্রাণ।
আমার দেশের নানান পাখি
নানান রকম রঙ
নানান পাখির চলাফেরা
নানান রকম ঢঙ।
গান গেয়ে যায় মনের মতো
হরেক রকম সুর
গায়ে যতো ক্লান্তি থাকে
সব হয়ে যায় দূর।
ডানা ঝাপটার শব্দ শুনি
নানান রকম তাল
পাখির জন্য বসত বাড়ি
সকল গাছের ডাল।
সবুজ দেশের রূপবৈচিত্র্য
পাখির প্রীতিডোর
পাখির ডাকে ঘুম ভেঙে যায়
হয় সোনালি ভোর।