প্রিয়ার চোখে শরৎ

বর্ষার পরে দিনগুলো বেশ ছোট হয়ে আসে
আশ্বিনের সন্ধ্যাটাও তাই তড়িঘড়ি নামে
পশ্চিমের দিগন্তে অপরূপ সাঁঝের মায়া
লালচে আভায় পেঁজা তুলোর মেঘগুলোতে।
এক্ষণে কাশফুলের বারান্দায় দাঁড়াবো দু’জন
দু’জোড়া হাত থাকবে নিবিড় মমতার বন্ধনে
অবিরাম চলবে সীমাহীন প্রণয়ের সংলাপ
কাঁচের চুড়ির টুংটাং ঝংকারে বিমোহিত মন।
খোঁপার শিউলি মালা থেকে ছড়াবে মৃদু সুবাস
আনাড়ি হাত শাড়ি ধরে ছুটে চলা দিগ্বিদিক
রুক্ষ প্রকৃতি থেকে কিছু সময় কাটবে নির্জনে
নদী কিনারে বসে হবে পা দুলিয়ে জলকেলি।
অনন্যা/এসএএস