দুইটি কবিতা
এসো দুজন মিলে এক হই
ঘর বাঁধি নদীর তীরে অথবা আম বাগানের
নির্জনতম স্থানে।
তোমার আমার ভালবাসায় আসুক এক দেব সন্তান
দুজনের ছোট্র ঘরে অভাব অনটন থাকলেও
প্রেম সহমর্মিতা সহানুভূতি থাকুক পরিপূর্ণ রূপে।
আমাদের ঘর হবে স্বর্গে থাকা এক কুঁড়ে ঘর
যেখানে ঈশ্বর বাস করে ন।
সেখান থেকে পবিত্রতা বিশুদ্ধতা অমৃত সুঘ্রাণ
আর আলো এসে আলোকিত করবে।
তুমি আমি এক গ্রহের দুটি অংশ
যা পৃথিবীর দুই প্রান্তে ছড়িয়ে রয়েছি,
এসো দুজন মিলে এক হই ;
মহাবিশ্বের বুকে এক নতুন ঠিকানা গড়ি ।
স্রষ্টা এবং আমি
দুফোঁটা অশ্রুর মাঝে কেমন যানি স্বস্তি আছে
কারো কাছে অনুযোগ নেই অভিযোগ নেই
শুধু অদৃশ্য মহান সত্তার কাছে বিনয়ের সাথে অপূর্ণ স্বপ্ন আশা ব্যক্ত করা যায়
স্তূপ হয়ে থাকা কথার পাহার সময় নিয়ে বলা যায়
তিনি ধৈর্য্য সহকারে শুনেনও সেসব কথা
যে কথা তোমাকে আমি বলতে পারিনি অথবা
তুমি বলার মত সুযোগ করে দাওনি ।
স্রষ্টার কাছে তোমার রূপের প্রশংসা করি
তুলে ধরি তোমার দীঘল ঢেউ খেলা চুল ভরাট বুক নিখুঁত কটি,
হরিণী চোখ,গোলাপ ঠোঁট আর তার উপর আকাশে একখণ্ড কালো মেঘ।
তিনি মৃদু হাসলেন হয়তো এইভেবে;
“এতো নিখুঁত করে আমিই তো তাকে গড়েছি।
বৃথায় ওর প্রশংসা আমার কাছে করছো।”