Skip to content

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বহুরূপী রাজা

কত রাজা এলো গেলো
কত রাজা আসবে,
ক্ষমতাকে পুঁজি করে
কালো স্রোতে ভাসবে।

কত রাজা দেশটাকে
রসাতলে নিয়ে যায়,
চাটুকের জাত এরা
সহমত বলে তাই।

কত রাজা অবিচারে
থাকে তবু নিশ্চুপ,
বার বার বহুরঙে
সাজে তার ওই রূপ।

কত রাজা প্রতিবাদে
জারি করে ধারা,
রাজপথের স্লোগানে
নেমে আসে যারা।

কত রাজা কুশাসনে
ঝরে ঝরে পড়ে হায়,
দেশটাকে লুটেপুটে
চেটেপুটে খেয়ে যায়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ