Skip to content

শাপলার বিলে

শাপলার বিলে

কাজল কালো বিলের জলে
শাপলা ফুল ফোঁটে,
মনের সুখে হাঁসের দল
বেজায় জোরে ছোটে।

কি অপরুপ রুপের ছটা
শাপলা ভরা বিলে,
দল বেঁধে শাপলা তোলে
কিশোর মেয়েছেলে।

বর্ষাকালে শোভা বাড়ায়
বিল ভরা শাপলা,
মুগ্ধ হয়ে উদাস মন
হয়ে যায় উতলা।