রক্তের বিনিময়ে স্বাধীনতা
স্বাধীনতার মাস এসেছে
মনটা বেজায় খুশি
দেশ বিরোধী কাণ্ড করে
হয়েছে ওরা দোষী?
আমার ববা ওদের ভাই
দিয়েছে রক্তা, তাজা প্রাণ
বোন দিয়েছে সম্ভ্রম
মা হারিয়েছে মান।
তাইতো আমরা রক্ত দিয়ে
স্বাধীনতার দিয়েছি দাম।
হায়েনারা আজও রক্ত চোখা
করছে কুটিলতা
ছাড়বানা আর ওদের কখনো
করব বিচার বাংলার বুকে
নিশ্চিত যথা তথা।