গাছী
কুয়াশা মোড়া সাত সকালে
ওরা হাঁটে দ্রুত পায়,
রসভর্তি হাড়ি নামাতে
গাছতলায় যায়।
খেঁজুর গাছ কেটে ওরা
রসে হাড়ি ভরায়,
মিঠে রোদে বসে সবাই
প্রাণ ভরে খায়।
শীতকালে সকাল বেলায়
রসের জুড়ি নাই,
শীত এলেই প্রতি বছর
খেজুর রস চাই।
কনক কুমার প্রামানিক প্রকাশ:
কুয়াশা মোড়া সাত সকালে
ওরা হাঁটে দ্রুত পায়,
রসভর্তি হাড়ি নামাতে
গাছতলায় যায়।
খেঁজুর গাছ কেটে ওরা
রসে হাড়ি ভরায়,
মিঠে রোদে বসে সবাই
প্রাণ ভরে খায়।
শীতকালে সকাল বেলায়
রসের জুড়ি নাই,
শীত এলেই প্রতি বছর
খেজুর রস চাই।