প্যারেড
বুকের ওপর প্যারেড করছে কারা ?
বুট জুতো, নাড়িয়ে দিচ্ছে পাড়া
মাটির নিচে ঘুমিয়ে আছে ভাই
তাঁদের স্মরণে আজ, আলোর রোশনাই!
ওই দেখো শহীদের মা, আজীবন
খালি পায়ে, কাঁটা বেঁধা, রক্তাক্ত চরণ
ফুলের মতো মাটির দুখে
আঘাত যেন না লাগে সন্তানের বুকে
নীরবে নিঃশব্দে অশ্রু হয়ে ঝরে পড়েন
ক্যামেরার সামনে কারা যেন আজ
পোশাকি প্যারেড করেন!