ই-কমার্সে সাবধান
ই-কমার্সে পণ্য কিনে
হচ্ছে প্রতারিত লোক,
অধিক লাভের আশা করে
বাড়ছে শুধু মনের শোক।
অস্বাভাবিক মূল্যছাড়ে
কিনছে যারা ই-পণ্য,
ভাবছে তারা জয়ী হয়ে
করছে জীবনটা ধন্য।
কিন্তু যখন ফাঁদে ফেলে
ভুঁইফোড় সব প্রতিষ্ঠান,
তখন তারা লুকায় বদন
রাখতে নিজের সু-সম্মান।
ঠিক সময়ে ডেলিভারি
পায় না ই-কোম্পানির মাল,
এমএলএমের চক্রে পড়ে
হারায় জীবন ছন্দ-তাল।
ই-কমার্সে কেনাকাটায়
হোন সকলে সচেতন,
নইলে কিন্তু সব হারিয়ে
হবেন শেষে অচেতন।