শান্তি কোথায় আছে?
শান্তি খুঁজি কোথায় আছে
পাইনা খুঁজে তাকে
চারদিকে খুঁজে বেড়াই
শান্তি কোথায় থাকে?
কারো কাছে শান্তিতো নাই
দেখুন পরখ করে
অশান্তির আজ ছোঁয়া এখন
সব মানুষের ঘরে।
শান্তি বুঝি বিদায় দূরে
দুঃখ মনে আছে
অশান্তির আজ গল্প শুনি
সব মানুষের কাছে।
সঠিক পথে চললে তবে
শান্তি ফিরে পাব
অশান্তিতে মন পুড়ে ছাই
এখন কোথায় যাব?
শান্তির দেখা পাবে যারা
তারা সঠিক পথে
ওগো মাবুদ রক্ষা যে চাই
অশান্তি সব হতে।