বিশ্বজয়ী বাংলা ভাষা

সকল প্রাণে একটি আশা,
ভাব প্রকাশে মাতৃভাষা।
সোনার বাংলা মায়ের হাসি,
যে বুলিতে সদা ভাসি।
ভাইয়ের রক্ত বোনের যুদ্ধ,
বাংলা হলো পরিশুদ্ধ।
ফেব্রুয়ারির এলে একুশ,
বর্ণ উড়ায় ভাষার ফানুস।
লালের দামে সবুজ বাসা,
বিশ্বজয়ী বাংলা ভাষা।
হোসাইন মুহাম্মদ মুরাদ মিয়া প্রকাশ: ২ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৫৩ পিএম