দুষ্ট রাখাল
মেঠো পথ ধরে আজ কেন রাখালের
বাঁশির সুর শোনা যায় না?
দুষ্ট রাখাল মিষ্টি সুরে গান করে না
রাখালের বাঁশির সুরে
নদীর মাঝে ঢেউ উঠেনা।
চৈত্রের দুপুরে গরুর পাল নিয়ে
নদীর মাঝে স্নান করায় না,
সাজের বেলাতে রাখাল
গরুর পাল নিয়ে বাড়ি ফিরে না।
ভোরের আলোতে রাখালের গরু
সারি-সারি জমির মাঝে হাল ধরে না,
ঘানিটানতে এখন আর রাখালের গরু
আনতে হয় না, কারো বাড়িতে।
বর্ষার নদীতে মাঝির গানের টানে
রাখালের বাঁশির সুরে
ভাটিয়ালী নতুন গান এর কলি
শুনা যায় না।
রাখালের কণ্ঠে আর হবে না
নতুন কোন গানের কলি সৃষ্টি,
পুরাতন গানের সুরে
আলো-ঝলসানো স্টেজ।