কন্যাশিশু চাঁদের মতো
কন্যাশিশুই ভবিষ্যতের
বঁধু এবং মাতা
তাঁরাই হলো মানবজাতির
সত্যিকারের ত্রাতা।
কন্যাশিশু চাঁদের মতো
স্নিগ্ধ কোমল আলো
জগত জুড়ে ছড়িয়ে গিয়ে
দূর করে সব কালো।
কন্যাশিশু জন্ম নিলে
হাসবে পিতা মাতা
ভাসবে তাদের স্নিগ্ধ আলোয়
সৃষ্টি যা করেছে বিধাতা।
হবেনা কভু অবহেলিত
কোনও কন্যাশিশু
সব অধিকার ভোগ করবে
বাদ যাবে না কিছু।