বাঁচার সাধ নাই কনক কুমার প্রামানিক প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:২১ পিএম অশান্তিময় এ ধরার পরেবাঁচার সাধ নাই,দূঃখবিহীন এমন জগৎকোথায় খুঁজে পাই?সুখের আশায় ঘুরছে সবাইসকল জগতময়,সুখের নেশায় মানবজনমহয়ে যাচ্ছে ক্ষয়।ক্ষমা চেয়ে সবার থেকেবিদায় নিয়ে নেবো,জীবনে এখন বিতৃষ্ণা বড়পরকালে চলে যাবো। Share