আত্মভোলা
তোমার আকাশে যত মেঘ জমেছিল,
বেপরোয়া বাতাসের বেগে ভেসে,
হারিয়েছিল কোথায় রাখোনি খবর।
গাঙচিল খুঁজে ফিরেছিল শামুক-ঝিনুক,
ঠাঁই নিয়েছিল জলের কিনারায়,
সে’ও তো জানো নাই কখনও।
আকাশ ছোঁবে বলে ঘুড়িটাও একদিন,
খুঁজেছিল লাটাই সুতো, অবচেতন মনে,
খোঁজ রাখোনি তার, ভুলেও গেছো হয়তো।
কতবার হারিয়েছ পথ মেঘের ছায়ায়,
বৃষ্টিকে মেঘের কান্না ভেবেছ অবলীলায়,
সে’ও তোমার খেয়ালি মনের ভাবনা।
যেদিন নীল অপরাজিতা পৌঁছে গিয়েছিল,
তোমার খোলা জানালার বাইরে ,
সেদিন ভাবতে বসেছিলে শুধু একবার।
পরক্ষনেই ভাবনায় ছেদ পড়ল কোন খেয়ালে,
পেছনের সব দুঃখ, বিলাস ভুলে গিয়ে,
সানন্দে পথকে করে নিলে সারথি।
আজও তুমি পথ চলেছ, পথিক হয়েছ পথের।
আজও বোঝনি, কি চেয়েছিলে নিজের,
কি পেলে, না পেলে, পাবে কি পাবে না;
কোন দায় নেই যেন তোমার, তোমাকে নিয়ে,
তুমি আগের মতোই আছো আত্মভোলা।