মাতৃভাষার গান শাহাদাত হোসেন তালুকদার প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৩৬ পিএম রক্তে ভেজা ফেব্রুয়ারি সিক্ত হওয়া মাটি, পাক বাহিনী এসেছিল বেধেছিল ঘাটি। ভাষার টানে লড়বে তারা হয়েছে এক জোট, অস্র ধরে যুদ্ধ করে রক্তে ভাসায় স্রোত। দেশের তরে লড়েছিল দিয়েছিল প্রাণ, শহীদরা সব গেয়েছিল মাতৃভাষার গান৷ Share