বঙ্গবন্ধু রয়েছে এখনো
বঙ্গবন্ধু রয়েছে এখনো
বাংলার মাঠেঘাটে,
স্বাধীনতা এনে দিয়েছেন তিনি
বাঙালির তল্লাটে।
সবুজ-শ্যামল দেশের মাটিতে
জড়িয়ে আছেন তিনি,
একাত্তরের যুদ্ধ বিজয়ে
তাঁর কাছে সবে ঋণী।
রয়েছে এখনো বজ্রকণ্ঠে
ভাষণের সেই বাণী,
ইতিহাসে লেখা তাঁর জীবনের
হার না মানা কাহিনি।
সূর্যের হাসি, চাঁদের জোছনা
ঝর্ণার কলতানে
তার ছোঁয়া আছে, থাকবে অমর
জয়বাংলার গানে।
অনন্যা/এসএএস