রঙিন কফিনে মৃত্যু
আমি ভূমিষ্ঠ হওয়ার পর
চোখ খুলেছিলাম ফসলের ঘ্রাণে
পরম নির্ভরতায় আঁকড়ে ধরেছিলাম জননীর বুক।
অনুভব করেছিলাম মাটির টান,
আমার মুষ্টিবদ্ধ হাত ছিল অধিকার আদায়ের
শিক্ষা নিয়েছিলাম আকাশের মহানুভবতায়
হেসেছিলাম জননীর সবুজ হাসির রেখায়।
আমি দীক্ষা নিয়েছিলাম সায়রের বিশালতায়
বদলের খেলায এখন দুঃস্বপ্নের ছবি আঁকি
আমার বসন্ত কাটে কোকিলের বিরহী সুরে
নিষ্পেষিত হই চেতনার দাসত্বে।
আলোর অগোচরে দেখি
ক্ষুধার্ত শিশুর বেড়ে উঠা অপুষ্টি শৈশব
খুঁজে চলি নিষ্ঠুর মানবতার মাঝে মুক্তির পথ।
এখন মৃত্যুরা আমায় তাড়া করে
আঁধারের চোরাগলিতে
মৃত্যুকে রেখেছি রঙিন কফিনে।