মনকে আগে চেনো
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
স্রষ্টার ধর্মে ন্যস্ত,
মন্দির মসজিদ গির্জা ঘরে
একেক নামে ব্যস্ত।
নেকীর আশে হিন্দু তীর্থে
মুসলমান যায় হজে,
মন শোনে না মানুষ শোনে
আল্লাহ হরি ভজে।
লোকদেখানো ধর্ম করে
যতই গোণো পুণ্য,
মন মালিকের মন না পেলে
হবে সবই শূন্য।
ষড়রিপুর প্রেমিক হয়ে
মেকি প্রেমে মজে,
লাভ কি হবে তীর্থে গিয়ে
লাখ টাকার ওই হজে।
গুরু-প্রেম আর বিশ্বাস দিয়ে
মনকে আগে চেনো,
ঈশ্বর আল্লাহ ভগবান এক
অদ্বিতীয় জেনো।
জ্ঞানের ঘরে ধ্যান করো মন
সাধন ভজন বুঝে,
সৃষ্টির মাঝেই আছেন স্রষ্টা
দেখো তুমি খুঁজে।