চাটুকার

বদমাশ চাটুকারে
ভরে গেছে দেশ,
কমিনের জ্বালাতনে
ঘোলা পরিবেশ।
তেলবাজি মোসাহেবি
করে টরে খায়,
ধরা পড়ে গেলে ফের
লাজে চমকায়।
এইসব দালালেরা
বড় ক্ষতিকর,
স্বার্থের টানে এরা
হয় বিষধর!
অপরাধ অঘটন
করে যায় ঢের,
ভান ধরে কালসাপ
ভালো মানুষের!