Skip to content

১০ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নবান্ন

মাঠ ভরেছে সবুজ ধানে
সোনা রঙে ছুঁয়ে,
নবান্ন আজ প্রতি গৃহে
মন যায় গেয়ে।

ধান কাটতে ব্যস্ত চাষী
সুখ প্রতি প্রাণে,
আমন ধানে ভরবে গোলা
খুশি খুব মনে।

নতুন ধানে চালের পিঠা
প্রাণ ভরে খাই,
এমন খুশির উৎসব
বাংলাতে নাই।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ