নবান্ন
মাঠ ভরেছে সবুজ ধানে
সোনা রঙে ছুঁয়ে,
নবান্ন আজ প্রতি গৃহে
মন যায় গেয়ে।
ধান কাটতে ব্যস্ত চাষী
সুখ প্রতি প্রাণে,
আমন ধানে ভরবে গোলা
খুশি খুব মনে।
নতুন ধানে চালের পিঠা
প্রাণ ভরে খাই,
এমন খুশির উৎসব
বাংলাতে নাই।
কনক কুমার প্রামানিক প্রকাশ:
মাঠ ভরেছে সবুজ ধানে
সোনা রঙে ছুঁয়ে,
নবান্ন আজ প্রতি গৃহে
মন যায় গেয়ে।
ধান কাটতে ব্যস্ত চাষী
সুখ প্রতি প্রাণে,
আমন ধানে ভরবে গোলা
খুশি খুব মনে।
নতুন ধানে চালের পিঠা
প্রাণ ভরে খাই,
এমন খুশির উৎসব
বাংলাতে নাই।