Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বটের মতো বাবা

যার গিয়েছে বাবা চলে,
সেই তো ভাসে নয়ন জলে
বুকে জমা কষ্ট।
হোক না সে তো অকর্মণ্য ,
তবু ছিলো অগ্রগণ্য
জীবন যেন নষ্ট।।

বটের মতন সারা জীবন,
দিলেন কতো আদর স্বপন
মানুষ করার জন্য ।
কতো টাকা কতো যে ধন,
সুখে রবে আপন যেজন
নিজেকে করেন পণ্য।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ