বটের মতো বাবা

যার গিয়েছে বাবা চলে,
সেই তো ভাসে নয়ন জলে
বুকে জমা কষ্ট।
হোক না সে তো অকর্মণ্য ,
তবু ছিলো অগ্রগণ্য
জীবন যেন নষ্ট।।
বটের মতন সারা জীবন,
দিলেন কতো আদর স্বপন
মানুষ করার জন্য ।
কতো টাকা কতো যে ধন,
সুখে রবে আপন যেজন
নিজেকে করেন পণ্য।
অনন্যা/এসএএস