মেট্রোরেল যুগে বাংলাদেশ
ট্রেন ছুটেছে আকাশ ছুঁয়ে
ঝকঝকা ঝকঝক
ছুটছে ট্রেনের বগি যেন
সারি বেঁধে বক।
দেশের প্রথম মেট্রোরেলের
হলো শুরু যাত্রা
শহরবাসীর জীবন মানে
আসলো নতুন মাত্রা।
স্বপ্ন আরেক ছোঁয়া হলো
পূরণ হলো সাধ
ট্রেনের ছোঁয়ায় শহরবাসীর
ভাঙে খুশির বাঁধ।
জ্যামে বসে ক্লান্ত হওয়ার
সময় হলো শেষ
মেট্রোরেলের যুগে এখন
সোনার বাংলাদেশ।