বাবা মানে

বাবা মানে রোদে পোড়া অস্থিচর্মসার,
বাবা মানে বুকে বাধা ব্যথার এক পাহাড়।
বাবা মানে হাসিমুখের দুঃখ চাপা বুক,
বাবা মানে একটু শাসন রাঙানো দুই চোখ।
বাবা মানে সংগ্রামী এক বীরপুরুষের নাম,
বাবা মানে রক্ত ক্ষয়ে ঝরে পড়া ঘাম!
বাবা মানে ঝড়-বাদলেও নেইকো থামাথামি
বাবা মানে ভালবাসা ধরার চেয়েও দামী।
বাবা মানে প্রথম গুরু অন্ধকারে আলো
বাবা মানে সত্য ও ন্যায়, মন্দ ছেড়ে ভালো।
বাবা মানে জীবন জুড়ে আকাশসম ছায়া
বাবা মানেই স্বর্গ আমার চিরন্তন এক মায়া।
অনন্যা/এসএএস