Skip to content

২রা ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৭ই অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

বাংলাদেশের মাটি

বাংলাদেশের মাটি
খাঁটি পরিপাটি,
এই মাটিতে বীর বাঙালি
বেঁধেছে নিজ ঘাঁটি।

 

এই মাটিরই বুকে
পরম শান্তি-সুখে
মুক্তিসেনা ঘুমিয়ে আছে
তৃপ্ত চোখে-মুখে।

 

এই মাটিরই ঘ্রাণে
স্পৃহা জাগে প্রাণে
এই মাটিকে ভালোবেসে
সবাই কাছে টানে।

 

এই মাটিরই তলে
সোনার ফসল ফলে
উর্বরা এই মাটির কথা
হয় না যে শেষ বলে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ