আমার প্রিয় দেশ
ভালো লাগে অনেক ভালো আমার প্রিয় দেশ
সবুজ-শ্যামল এ দেশ আমার নেইতো রূপের শেষ।
ভালোবাসি অনেক বেশি প্রিয় দেশের মাটি
আমার দেশের পরিবেশ খুবই পরিপাটি।
জন্মভূমির নেই তুলনা সকল দেশের রাণী
এই মাটিতে জন্ম নিল অনেক জ্ঞানী-গুণী।
বাংলা আমার মাতৃভূমি নেই তুলনা ভাই
ষড়ঋতুর এমন দেশতো আর কোথাও নাই।
চারদিকে পাখির মেলা গায় যে তারা গান
মন খুশিতে কৃষক দেখি কাটে সোনার ধান।
জেলে ভাইয়ের নৌকা দেখি আছে নদীর বুকে
সোনার বাংলার রূপটি দেখে মন ভরে যায় সুখে।
ফুলে- ফলে ভরা এ দেশ মহান প্রভুর দান
রূপ দেখে এই মাতৃভূমির মনে খুশির বান।
গাঁও- গ্রামের মেঠো পথে হাঁটতে লাগে ভালো
সবার কাছে এই মিনতি দেশটা ঘুরি চলো।