বর্ষা এলো
বর্ষা এলো বৃষ্টি নিয়ে
ফুটলো কদম কেয়া
হলুদ সাদা ফুলটি যেন
রূপের-ই যে শ্রেয়া
কদম কেয়া ফুল গুলো যে
রূপ নিয়ে যে খেলে
বর্ষার হাওয়া লাগলে গায়ে
পরে যেন হেলে।
রূপ বাহারি কদমটি যে
হাওয়াতে যে দোল খায়
রূপের বাহার বৃষ্টির জলে
ধুয়ে ধুয়ে যে যায়।
অনন্যা/এসএএস