Skip to content

অভাব

অভাব

বিত্ত নেই, নেই বেসাতি, নেই যাদু নেই মধু
আজন্ম কষ্টের বুকে মুখ লুকানো শুধু।
চালচুলোহীন স্বপ্ন বেদনার বালুচরে ঘর
সাতে নেই পাঁচে নেই, নেই কুটো ও খড়,
দুষ্টু গরুর আনাগোনা প্রকৃতি যে গুপ্তচর।
অনেক কল্প কথা হয়তো বা জানা শোনা
তার পরও পিছনের গল্প থাকে অজানা।
হায়না ও নরপশুর দল করে নানা ছল,
অবলার চোখে ঝরায় জল অবিরল !
কত জ্বালাবে বাপে তাড়ানো অসুরদল?
আঁধার রজনী পোহালে সোনালি রোদ্দুর
দুঃখপোষা প্রাণে আসবে কি সুখ সুমধুর?
পুড়ছে মন জ্বলছে বন সুন্দর নিখিল যারি
ভার তারি দরবার যিনি করেন সমন জারি।
জীবন চোরাবালি কিছু প্রত্যয় বাকি ব্যত্যয়,
৫% সবিনয় বাকি সবটা রঙমঞ্চের অভিনয়,
পুণ্যে শয়তানের হিংসা হয় সে তো নতুন নয়!
ধ্বংসস্তূপেও নটি আর নগরের গভীর প্রণয়,
ধরায় ভীষণ খরায় নম্রতা, ভদ্রতা ও বিনয়।
রোম পুড়ে যায়! নিরুরা সুখে বাঁশি বাজায়!
মরণেও কেউ বিলায় সত্য সুন্দরের পুজায়।
বসুধায় চোর পুলিশ খেলে হরধম অবলীলায়,
কেউ হারে কেউ হারায় ইবলিশের হয় পরাজয়।
আকাশটা লজ্জায় মুখ লুকায় ধ্বল কুজ্ঝটিকায়।
লাজ নেই নচ্চরের হায়!পারে সবকিছু গিলে খায়!
অভাব কি দেবীরও স্বভাব হারায় কুপথে পা বাড়ায়?