Skip to content

২রা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কাল্পনিক হিমু

আচ্ছা, আপনি কি হিমু হবেন? হিমুতে আপনাকে বেশ মানাবে। 
ভেবেছিলাম আপনি হয়তো হিমু হবেন 
যাকে নিয়ে চৌ রাস্তার মোড় ধরে হাঁটব।

 

আচ্ছা, আপনার কি কটকটে হলুদ রঙের পাঞ্জাবি আছে? 
সেটা পড়ে না হয় একটা দিন হিমু সাজবেন
আমিও না হয় তখন একটা নীল শাড়ি পরম যত্নে গায়ে জড়াব
না হয় রুপার মত বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষাতে থাকবো 
না হলো আমাদের দেখা, তবু আমরা যেন কত চেনা।

আচ্ছা, আপনি কি একগুচ্ছ নীলপদ্ম নিয়ে হিমু সেজে রাস্তায় দাড়িয়ে থাকবেন,  
নাকি মাঝে মধ্যে আমাকেও দুই একটা চিঠি লিখবেন?  
আমিও নাহয় চিঠির অপেক্ষাতে থাকবো। 

 
আপনি কি আমায় এক শ্রাবণ সকাল দিবেন? 
আমিও নাহয় তখন প্রতিটি গোধূলি আপনার নামে উইল করে দিব। 
আচ্ছা আপনি কি একটা দিন আমার খোঁপায় সুবাসে ভরপুর হলুদগোলাপ গুঁজে দিবেন? 
হলুদগোলাপ আমার বেশ পছন্দের 
তখন আমিও না হয় প্রতিবার গোলাপের সুবাস অনুভব করবো।

 

জানি এটা সত্যি হবেনা হয়তো রবে কল্পনায় 
তখন এক অন্য রুপার আবির্ভাব হবে আপনার জীবনে 
হয়তো সেদিন এই আমিটাই আর থাকবো না। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ