রোজা এলো
রমজানের ঐ রোজা এলো
একটি বছর পর,
তার আশাতেই থাকে মুমিন
সারাটি বছর।
রহমত বরকত মাগফেরাতের
এই সুমহান মাস,
খোদার মুমিন মুমিনরা
পুণ্য করে চাষ।
এই দুনিয়ায় আছে যতো
পাপী গুনাহগার,
মুক্তি পাবে রহিম নামের
উসিলায় আল্লাহ'র।
পাপ হয়েছে মাফ হবে কি
তওবা করার পর!
গোপন খবর জানেন শুধু
মহান কারিগর।
চায় না মাটি মাখলুকাতের
বইতে পাপের ভার,
ভাগ্যে যেন হয় গো নসীব
খোদারও দিদার।