Skip to content

৭ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধ আমার অহংকার

বাবা সহ আমাদের দেশে;
কত-যে মুক্তিযোদ্ধা।
আমরা সবাই মিলে তাঁদের প্রতি
জানাই গভীর শ্রদ্ধা।

বাংলাদেশের সারাটা জমিন
করেছে তাঁরা রক্তে রঙিন!
অটুট রাখতে জাতির বোল
রিক্ত হয়েছে মায়ের কোল!
সারাটা বাংলার বুকে পিটিয়ে ঢোল
বজ্রকন্ঠে বলেছিল তাঁরা-
স্বাধীন পতাকা হাতে তোল!

যখনই এই বাংলায় বাজিয়া উঠিল
স্বাধীনতার মুক্ত বাঁশি
তখনই ফুটিয়া উঠিল মানবের তরে
বুকভরা স্নিগ্ধের হাসি!

স্বাধীনতার পর একদা
বাবা ডেকে বলে মোরে-
একটা কথা শোনাই তোমারে;
কতযে ‘সোহাগ’ তোমার মত
প্রাণ দিয়েছে যে কত! শত-শত!
আর; বীরেরাই দিয়েছে তাজা প্রাণ
তাইতো তাঁরা ইতিহাসে-
রয়েছে অম্লান।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ