ভাদ্রমাসে

ছবিঃ সংগৃহীত
ভাদ্রমাসে নীল আকাশে
সাদা মেঘে মুচকি হাসে
রৌদ্র মেঘে লুকোচুরি
চলে দিনের বেলা,
রাত্রি এলে মিটিমিটি
চলে তারার খেলা।
গাছে গাছে ভাদ্রমাসে
শিউলি বকুল বেলি হাসে
নদীর তীরে হাওয়ায় দোলে
দুধসাদা রঙ নরম কাশে
কৃষক ক্ষেতে রোপণ করে
আমন ধানের চারা,
সবুজ-শ্যামল প্রকৃতি-রূপ
জাগায় প্রাণে সাড়া।