Skip to content

২৬শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় ব্রিটিশ অভিনেত্রীর মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৪ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী, হিলারি হিথ মারা গেছেন। তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন হিলারির ধর্মপুত্র অ্যালেক্স উইলিয়ামস।

 

জনপ্রিয় হরর সিনেমা 'উইচফাইন্ডার জেনারেল' এ অসাধারণ অভিনয়ের ফলে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেন তিনি।

করোনায় ব্রিটিশ অভিনেত্রীর মৃত্যু

অভিনয়ের পাশাপাশি সিনেমাতে প্রযোজক হিসেবেও নাম লেখান এই গুণী অভিনেত্রী। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া হুগ গ্রান্ট ও অ্যালান রিকম্যান অভিনীত সিনেমা 'অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার' এবং ১৯৯৭ সালে, গ্যারি ওল্ডম্যানের 'নিল বাই মাউথ' সিনেমা, হিলারির অন্যতম প্রযোজনা।

হিলারি হিথ ইংল্যান্ডের লিভারপুলে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে মাইকেল রিভসের হরর সিনেমা 'উইচফাইন্ডার জেনারেল'-ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন এই অভিনেত্রী।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ